৫১ Views
এস এম মামুনুর রশিদ, খুলনা প্রতিনিধি::
আগামী ২৫ ও ২৬ মার্চ খুলনা শহরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল পরিচালিত “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর সময় বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টা। দর্শনমূল্য ১০০ টাকা। প্রদর্শনী ভেন্যু থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
খুলনা অঞ্চলের ভাগ্যতাড়িত এক বামপন্থী নেতা এবং ওঁর সময় ও যুগকে নিয়ে গড়ে উঠেছে এই ছবির কাহিনী।
ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার প্রমুখ।